প্যাথলজি এর সংক্ষিপ্ত বিবরণী
প্যাথলজি চিকিৎসা বিজ্ঞান এমন একটি অন্যতম প্রধান বিভাগ, যে বিভাগে, কি কি অবস্থায় এবং কেন সুস্থ শরীর অসুস্থ হয় অর্থাৎ রোগ কি, আর কেন এই অসুস্থতার জন্য শরীরের কোন অঙ্গের কি পরিবর্তন হতে পারে এবং এই পরিবর্তনের ক্রমাভিব্যাক্তি ও পরিণতি
কি হতে পারে অর্থাৎ অসুস্থতা বা রোগের মূল কারন কি? এ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের অনুসন্ধান , বার বার পরীক্ষার সাহায্যে সিদ্ধান্ত যাচাই ও আলোচনা করা হয় যে বিজ্ঞানে তাকে প্যাথলজি বা রোগ বিদ্যা বলা হয় ।
- রোগীর মল, মূত্র, কাশি, রক্ত সংগ্রহ করে পরীক্ষা করা।
- সংগৃহীত নমুনা সঠিকভাবে সংরক্ষণ করা।
- সংগৃহীত নমুনা পরীক্ষা নিরীক্ষা ও বিশ্লেষণ করে প্রতিবেদন তৈরি করা।
- রোগীর স্বাস্থ্য পরীক্ষার সকল তথ্য সংরক্ষণ করা।
- বিশেষ প্রয়োজনে রোগ নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি নিয়ে গবেষণা করা।
আমাদের বিশেষজ্ঞ ডাক্তার
ডাঃএম এম রহমান
সিইও এবং চিফ কনসালট্যান্ট এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (ইরান) প্রিভেন্টিভ কার্ডিওলজিতে অ্যাডভান্স ট্রেনিং (কানাডা) ফুড হ্যাবিট অ্যান্ড লাইফস্টাইল ম্যানেজমেন্ট (ভারত) 50+ বছরের অভিজ্ঞতা।
ডাঃ. আহমেদুল আলম আরাফাত
M.B.B.S, (DU) মেডিকেল অফিসার মাতৃভূমি হার্ট কেয়ার
ডা. সুরজিৎ সরকার মৃদুল
M.B.B.S, (DU) মেডিকেল অফিসার, মাতৃভূমি হার্ট কেয়ার